শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

মালয়েশিয়ান এয়ারলাইন্সে বোমা পাওয়া যায়নি



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ ডিসেম্বর, ২০২১ ১:১৩ : পূর্বাহ্ণ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

তল্লাশি শেষে ফ্লাইটটিকে আনুষ্ঠানিকভাবে নিরাপদ ঘোষণা করেছে বিমান বাহিনীর বোমা ডিস্পোজাল ইউনিট।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এটিকে নিরাপদ ঘোষণা করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, ‘একটি তথ্য ছিল। সেটা যাচাই করার জন্য মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তল্লাশি করা হয়েছে। তল্লাশি চালিয়ে বিমানটিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।’

এর আগে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ-১৯৬ ফ্লাইটটি বোমা আতঙ্কে বুধবার রাত রাত ৯টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরী অবতরণ করে।

ফ্লাইটটিতে বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ ইউনিট তল্লাশি চালায়।

ফ্লাইটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন।

জানা গেছে, মালয়েশিয়ান এয়ালাইন্সের ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় এতে বোমা রয়েছে বলে সন্দেহ হলে শাহজালাল বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়।

বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।

আরও পড়ুন: কক্সবাজারে ‘উড়ন্ত রেস্টুরেন্ট’, বসলেই বিল ৪ হাজার টাকা!

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর