শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

৯ দফা দাবিতে রামপুরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২১ ১২:২৮ : অপরাহ্ণ

নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন স্কুল-কলেজের কয়েকশ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে তা আটকে দিচ্ছেন।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন গাড়ির চালকদের লাইসেন্স পরীক্ষা করতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে আমরা অবরোধ কর্মসূচি পালন করছি। পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা আজ আন্দোলনে নেমেছি। যতক্ষণ পর্যন্ত সড়ক নিরাপদ হবে না ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবো।

সোমবার রাতে রাজধানীর রামপুরায় বাসচাপায় একরামুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল ১০টা থেকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ইম্পিরিয়াল কলেজ, ন্যাশনাল আইডিয়াল ও রাজধানী আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রগতি সরণিতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের মৃত্যুর বিচার ছাড়াও সারাদেশে গণপরিবহনে হাফ পাস নিশ্চিতসহ ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।

আরও পড়ুন: রামপুরায় বাস ভাঙচুর-অগ্নিসংযোগ: ‘উচ্ছৃঙ্খল ছাত্র-জনতা’র নামে মামলা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর