নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২১ ১১:৩৭ : অপরাহ্ণ
মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা থাকার খবরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ছেড়ে আসা এমএইচ-১৯৬ ফ্লাইটটি বোমা আতঙ্কে বুধবার রাত রাত ৯টা ৪০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে জরুরী অবতরণ করে।
বিমানবাহিনীর একটি বিশেষজ্ঞ ইউনিট ফ্লাইটটিতে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
ফ্লাইটিতে ১৩৫ জন যাত্রী ছিলেন।
জানা গেছে, মালয়েশিয়ান এয়ালাইন্সের ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় এতে বোমা রয়েছে বলে সন্দেহ হলে শাহজালাল বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা নেওয়া হয়।
বিমানটির অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংস্থাগুলোকে খবর দেওয়া হয়। নিরাপত্তাও বাড়ানো হয়।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়ার একটি ফ্লাইটের এক যাত্রীর কাছে বোমা আছে বলে খবর ছড়িয়ে পড়ে। ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে অবতরণ করলে সেটি তল্লাশি শুরু করা হয়েছে।