নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৮ নভেম্বর, ২০২১ ৪:৫০ : অপরাহ্ণ
সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আইন দেখাবেন না। ৪০১ ধারায় পরিষ্কার করে বলা হয়েছে তিনি (খালেদা জিয়া) বিদেশে যেতে পারেন, কোনো বাধা নেই। শুধু বিএনপি নয়, দেশের ১৮ কোটি মানুষের জন্য খালেদা জিয়রে সুস্থতা দরকার। বেগম জিয়াকে বিদেশে যেতে দেন নাহলে কেউ শান্তিতে থাকতে পারবেন না।’
আজ রোববার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল।
খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না কেন?-এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, ‘কারণ তিনি একমাত্র নেত্রী যিনি জন্ম থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের জন্য কাজ করছেন। মানুষের জন্য কথা বলেছেন। তিনি যখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন নয় বছর গণতন্ত্রের জন্য পথে পথে ঘুরে বেড়িয়েছেন। যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন।’
শিক্ষার্থীদের বাস ভাড়া কমানোর দাবিকে সমর্থন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘ছেলে-মেয়েরা স্কুল-কলেজে পড়ে। বাস ভাড়া কমানোর জন্য রাস্তায় নেমেছে। এখন লেখা-পড়া করতে খরচ অনেক বেড়ে গেছে, এজন্য তারা বাস ভাড়া হাফ করতে বলছে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের বাবারা সন্তানের লেখাপড়া করাতে হিমশিম খাচ্ছে। শিক্ষার্থীদের লেখা-পড়ার জন্য, এই ছেলে-মেয়েদের উন্নত ভবিষ্যতের জন্য এই সমাবেশ থেকে ছাত্র-ছাত্রীদের দাবির প্রতি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি। বাস ভাড়া কমিয়ে হাফ পাস করা হোক। প্রয়োজনে সরকার ভর্তুকি দিক।’
মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতির টাকার যোগান দিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। দেশের শিক্ষা, স্বাস্থ্যখাত সব ধ্বংস করা হয়েছে। সরকার দুর্নীতি ছাড়া আর কিছুই করছে না। বেগম জিয়া সুস্থ হয়ে ফিরলে এসবের হিসেব দিতে হবে। দুর্নীতিবাজদের বিচার হবে।’
স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাঁদির ভুঁইয়া জুয়েলের সঞ্চলনায় সমাবেশে আরো উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের নেত্রী বিথিকা বিনতে প্রমুখ।
আরও পড়ুন:
মাধ্যমিক স্কুলে অনলাইনে ভর্তির আবেদন করার নিয়ম
এসএসসি পাসে সৈনিক পদে নিয়োগ দিচ্ছে সেনাবাহিনী