নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২১ ৮:৩০ : অপরাহ্ণ
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানবিক বিবেচনায় বিদেশে পাঠানোর দাবিতে আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীদের একটি প্রতিনিধি দল।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ১৫ জন আইনজীবী আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে দেখা করে এই স্মারকলিপি দেন।
বিএনপিপন্থী আইনজীবীরা স্মারকলিপিতে বলেন, ফৌজদারী কার্যবিধির ৪০১ (১) এর ধারা মতে, সরকার যেকোনো সময় শর্তহীনভাবে নতুন প্রজ্ঞাপন জারি করে বা ৪০১ এর ৬ উপধারা মোতাবেক বিশেষ আদেশ দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে পারে।
স্মারকলিপি পড়ে সেটা আইনমন্ত্রীর হাতে তুলে দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব মো. ফজলুর রহমান।
এরপর আইনমন্ত্রী বলেন, ‘আপনারা যে স্মারকলিপি দিয়েছেন, সেটা পড়েই দিয়েছেন। এটা আমি অবশ্যই পরীক্ষা করে দেখব। এখানে সিদ্ধান্ত ও মতামতের ব্যাপারে আলোচনার প্রয়োজন আছে এবং সেটা আমরা করব।’
বিএনপিপন্থী আইনজীবীদের উদ্দেশে আনিসুল হক বলেন, ‘এখানে আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই একটি কথা, যখন বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয় তখন কিন্তু ওনার পরিবারের যে আবেদন সেটাকে মানবিক দিক থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেছেন। তখন কিন্তু কোনো দাবি তুলতে হয়নি, তিনি নিজেই ওনাকে মুক্ত করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে, মানবিকতার কমতি আমাদের নেই। আমরা মানবিকতা দেখাতে জানি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চয়ই মানবিকতা দেখাতে জানেন।’
কেউ জানে বেঁচে না থাকুক, এটা আমাদের উদ্দেশ্য নয়-এমন মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, ‘ওনার (খালেদা জিয়া) চিকিৎসা এখানে হচ্ছে, সেটা আপনারা জানেন, আমিও জানি। আমি মনে করি, আজকেই এখন প্রিম্যাচিউর আপনাদের যদি কিছু বলে দিই, সঠিক হবে না। আমাকে একটু সময় দিন। আমি এটা নিয়ে আলাপ-আলোচনা করবো।’
বিএনপিপন্থী আইনজীবীদের প্রতিনিধি দলে ছিলেন, অ্যাডভোকেট এড এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম খান,ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট রুহুল কদ্দুস কাজল, অ্যাডভোকেট আবেদ রেজা, অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূইয়া, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী।
আরও পড়ুন:
আন্দোলন থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্র ৫ ঘণ্টা পর ছাড়া পেলেন
দেশে তৈরি বঙ্গভ্যাক্স টিকা মানবদেহে পরীক্ষার অনুমতি