নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৩ নভেম্বর, ২০২১ ৬:৩১ : অপরাহ্ণ
গ্লোব বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের নীতিগত অনুমোদন দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) পরিচালক মো. রুহুল আমিন এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
প্রাথমিক ফলাফলে এই টিকা ডেল্টাসহ বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের ১১টি ভেরিয়েন্টের বিরুদ্ধে শতভাগ কার্যকর বলে দাবি করেছে উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড।
বিএমআরসির পরিচালক ডা. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, বঙ্গভ্যাক্স টিকা প্রথম ধাপের পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে। এখনো লিখিত অনুমতি দেওয়া হয়নি। বাকি বিষয় ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে।
ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মার সহযোগী গ্লোব বায়োটেক দেশে করোনাভাইরাসের মহামারি শুরুর পর গত বছরের ২ জুলাই করোনার টিকা আবিষ্কারের ঘোষণা দেয়।
এরপর বিএমআরসির নির্দেশনা অনুসারে বঙ্গভ্যাক্স টিকাটি বানরের দেহে পরীক্ষা চালানো হয়।
প্রাথমিক ফলাফলে টিকাটি বানরের দেহে সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর এন্টিবডি তৈরি করতে সক্ষম হয়।
বানরের দেহে চ্যালেঞ্জ ট্রায়ালে দেখা যায়, করোনার যতগুলো ভেরিয়েন্ট এসেছে তার সব কটিতেই টিকাটি শতভাগ কার্যকর।
বানরের দেহে বঙ্গভ্যাক্স পরীক্ষা করে ৯৫ শতাংশ কার্যকারিতা পাওয়ার পর টিকাটি শতভাগ নিরাপদ বলে দাবি করে গ্লোব বায়োটেক।
বঙ্গভ্যাক্স টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নিয়ে প্রতিবেদন গত ১ নভেম্বর বিএমআরসিতে জমা দেয় গ্লোব বায়োটেক লিমিটেড।
বলা হচ্ছে, বঙ্গভ্যাক্স টিকাটি প্রাকৃতিক বিশুদ্ধ এমআরএনএ (মেসেঞ্জার রাইবোনিউক্লিক এসিড) দিয়ে তৈরি, তাই এটি সবচেয়ে বেশি নিরাপদ ও কার্যকর হওয়ার সুযোগ রয়েছে।
বঙ্গভ্যাক্স টিকাটি এক ডোজের।
আরও পড়ুন: প্রেমের টানে জামালপুরে মেক্সিকান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে