শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

ঢাকা ও চট্টগ্রামে ক্যাবল টিভির ‘সেট টপ বক্স’ লাগানোর সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ নভেম্বর, ২০২১ ৬:০৫ : অপরাহ্ণ

ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে ডিশ গ্রাহকদের টিভির সঙ্গে সেট টপ বক্স লাগানোর সরকারি সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এর আগে গত ২৭ অক্টোবর তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, ঢাকা ও চট্টগ্রাম শহরে ৩০ নভেম্বরের মধ্যে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে ডিশ গ্রাহকদের টিভির সঙ্গে সেট টপ বক্স লাগাতে হবে। গ্রাহককেরা ‘সেট টপ বক্স’ না লাগালে স্যাটেলাইট চ্যানেল দেখতে পারবেন না।

তথ্যমন্ত্রী বলেন, সেট টপ বক্সের দাম ক্যাবল অপারেটরেরা একসঙ্গে নেবে না, সেটি ১২ থেকে ৩০ কিস্তিতে নেবেন বলে জানিয়েছেন। এটা গ্রাহকদের সঙ্গে তাদের বিষয়, এটা সরকার ঠিক করে দেবে না। সরকার থেকে মনিটরিংয়েরও প্রয়োজন নেই। চাহিদা বাড়লে দাম বাড়ার কোনো সুযোগ নেই। চাহিদা বাড়লে দাম কমার সম্ভবনা রয়েছে। গ্রাহক যদি চান, কেবল অপারেটরের কাছ থেকে না নিয়ে নিজেই বাজার থেকে কিনে নিতে পারবেন।

সেট টপ বক্স কী?

সেট টপ বক্স হলো এমন এক রিসিভার যা কেবল টিভির গ্রাহক প্রান্তে থাকে। এই রিসিভার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে।

এতে গ্রাহক ঝকঝকে ছবি ও ভালো মানের শব্দ উপভোগ করতে পারেন।

কত দামে সেট টপ বক্স কিনতে হবে

একটা সেট টপ বক্সের দাম সর্বনিম্ন ১৬শ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা।

ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি এস এম আনোয়ার পারভেজ বলেছেন, দেশে আনুমানিক দেড় কোটি গ্রাহক থাকলে এই দেড় কোটি সেট টপ বক্স আমদানি করতে প্রায় তিন কোটি টাকা এবং ১২০ দিনের মত সময় লাগবে।

আরও পড়ুন:

প্রেমের টানে জামালপুরে মেক্সিকান তরুণী, ইসলাম গ্রহণ করে বিয়ে

জেনে নিন নবজাতকের ৫ বিপদচিহ্ন

শেষ বলে হেরে হোয়াইটওয়াশের লজ্জা বাংলাদেশের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর