নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২১ ৩:৫০ : অপরাহ্ণ
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিএনপি চাইলে বিদেশ থেকে বড় ডাক্তার আনতে পারে। এতে সরকার কোনো বাধা দেবে না।’
আজ শনিবার সকালে সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা মিলনায়তনে আওয়ামী লীগের বর্ধিত সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে দেশের আইন অনুযায়ী যা করা সম্ভব, খালেদা জিয়ার জন্য তা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মনে রাখতে হবে, সাবেক প্রধানমন্ত্রী আদালতে দণ্ডপ্রাপ্ত। একজন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনানুসারে যে সুবিধা পান তা দেয়া হয়েছে। বিএনপি ভুলে গেলে চলবে না, আইনের বাইরে গিয়ে সরকার কিছু করতে পারবে না।’
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে পাঠিয়ে তার সুচিকিৎসার দাবি জানাচ্ছে বিএনপি। এ দাবিতে আজ সারাদেশে দলটি গণ-অনশন কর্মসূচি পালন করছে।
এমন অবস্থায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো আইনের ব্যাপার।’
আরও পড়ুন: অসুস্থ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশনে বিএনপি