রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ নভেম্বর, ২০২১ ৩:০১ : অপরাহ্ণ
নাটোরের বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় একটি মাদ্রাসার পরীক্ষার্থীদের কেউ অংশ নেয়নি।
জানা যায়, গত ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষায় বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার ১৫ শিক্ষার্থীর কেউই অংশ নেয়নি।
বৃহস্পতিবার হাদিস শরীফ বিষয়ের পরীক্ষায়ও তারা অনুপস্থিত ছিলো।
চলতি বছর বাগাতিপাড়া উপজেলার পেড়াবাড়িয়া মাদ্রাসা কেন্দ্রে ৫টি মাদ্রাসার পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে।
এসব মাদ্রাসার মোট ৯৮ জন শিক্ষার্থীর ওই কেন্দ্রের পরীক্ষায় অংশ নেওয়ার কথা।
কিন্তু প্রতিদিন কেন্দ্রে ৮৩ জন উপস্থিত হয়। অনুপস্থিত ১৫ পরীক্ষার্থীর সবাই বাগাতিপাড়া মহিলা মাদ্রাসার শিক্ষার্থী।
কেন্দ্র সচিব ইব্রাহিম হোসাইন জানান, তার কেন্দ্রে ৫টি মাদ্রাসার ৯৮ জন পরীক্ষার্থীর প্রবেশপত্র বিতরণ করা হয়। বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপারকে কেন্দ্র ফি বকেয়া রেখে ১৫ জন পরীক্ষার্থীর সব প্রবেশপত্র দেওয়া হয়েছে। মানবিক গ্রুপের দু’টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ওই মাদ্রাসা থেকে কেউই অংশ নেয়নি।
বাগাতিপাড়া মহিলা মাদ্রাসা সুপার আব্দুর রউফ জানান, করোনা মহামারিতে সব ছাত্রীর বিয়ে হয়ে যাওয়ায় কেউই পরীক্ষায় অংশ নেয়নি। তবে পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে অংশ নিতে বলেছিলেন তিনি।
আরও পড়ুন:
স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে
এবারও পরীক্ষা ছাড়াই পরের ক্লাসে উত্তীর্ণ হবে প্রাথমিকের শিক্ষার্থীরা