বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে বাংলাদেশ ও ভারতে


নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১৬ নভেম্বর, ২০২১ ৬:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। আগামী সাত বছরের ক্রিকেট সূচি নির্ধারণে সম্প্রতি বৈঠক করে আইসিসি। সেখানেই বিষয়টি নির্ধারিত হয়।

এ বৈঠকে ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত ক্রিকেটের বৈশ্বিক ইভেন্টের আয়োজক দেশ ও সময় নির্ধারণ হয়।

সে অনুযায়ী ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ও ভারতে ওয়ানডে বিশ্বকাপ হবে।

আজ মঙ্গলবার আইসিসি জানিয়েছে, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। ২০২৪ বিশ্বকাপ দিয়ে প্রথমবার আইসিসির ইভেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র।

আট মাস পরে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হবে পাকিস্তানে। ১৯৯৬ সালের পরে পাকিস্তানে হতে যাচ্ছে এটাই প্রথম বৈশ্বিক ইভেন্ট।

২০১৭ সালে সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল ইংল্যান্ডে। সেবার অবশ্য বিজয়ীর হাসিটা হেসেছিল এই পাকিস্তানই।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে ভারত আর শ্রীলঙ্কায়।

২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া আর জিম্বাবুয়েতে।

২০২৮ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে।

পরের বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে ভারতে।

২০৩০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০১৯ সালের পর আবারও বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাচ্ছে ইংল্যান্ড।

আর সবশেষ ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হিসেবে যৌথভাবে থাকছে বাংলাদেশ ও ভারত।

এর আগে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছে।

এ ছাড়া ১৯৯৮ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করে বাংলাদেশ।

আইসিসির ক্যালেন্ডার অনুযায়ী, টানা চার বছর চারটি বিশ্বকাপ পাচ্ছেন ক্রিকেট ভক্তরা। ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

২০২৩ সালে ভারতে হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এর ২০২৪ সালে হবে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর