নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২১ ৩:৩০ : অপরাহ্ণ
শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে ৭৬ বছর বয়সী সাবেক এ প্রধানমন্ত্রীকে সিসিইউতে নেয়া হয় বলে এভারকেয়ার হাসপাতাল সূত্রে জানা গেছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনো কোনোকিছু জানানো হয়নি।
বিএনপি চেয়ারপারসনের এক ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, গত রাতে পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়ার শরীর থেকে দুই ব্যাগ রক্ত নেওয়া হয়।
গতকাল শনিবার বিকেলে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে খালেদা জিয়াকে এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়।
কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
হাসপাতালে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
এর আগে গত ১২ অক্টোবর গুলশানের বাসভবন থেকে স্বাস্থ্যপরীক্ষা করার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।
পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ নভেম্বর হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
খালেদা জিয়া আথ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত, চোখের প্রদাহ, হৃদরোগসহ বয়সজনিত নানা জটিলতায় ভুগছেন বলে জানা গেছে।
গত এপ্রিল মাসে করোনাভাইরাসে সংক্রমিত হন বিএনপি চেয়ারপারসন। বাসায় চিকিৎসা নিয়ে করোনা থেকে সেরে উঠলেও শারীরিক জটিলতা দেখা দেওয়ায় ২৭ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
একপর্যায়ে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। গত ১৯ জুন তিনি বাসায় ফেরেন।
খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান। দেশে করোনাভাইরাস মহামারী শুরুর পর পরিবারের আবেদনে গত বছরের ২৫ মার্চ ‘মানবিক বিবেচনায়’ তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। তখন থেকে তিনি গুলশানের বাড়ি ফিরোজায় রয়েছেন।
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিল তার পরিবার। তবে সরকার বলেছে, সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখেই চিকিৎসা দিতে হবে।
আরও পড়ুন: স্কুলে ভর্তির অনলাইন আবেদন শুরু ২৫ নভেম্বর, লটারি হবে কেন্দ্রীয়ভাবে
আরও পড়ুন: বিচারক কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ