শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ভোট ২৩ ডিসেম্বর (তালিকাসহ)



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১০ নভেম্বর, ২০২১ ৬:৩০ : অপরাহ্ণ

চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এই দফায় দেশের ৮৪০ ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

আজ বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

৮৪০টি ইউপির মধ্যে ৩৩টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।

যে ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে সেগুলোর তালিকা দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন: বড় ভাইয়ের বিরুদ্ধে কথা বলে ‘অনুতপ্ত’ কাদের মির্জা

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর