শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

নিস্ফল বৈঠক, পণ্য পরিবহন ধর্মঘট চলবে



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৭ নভেম্বর, ২০২১ ৪:১৫ : অপরাহ্ণ

সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈঠক ফলপ্রসূ হয়নি। ফলে পণ্য পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি।

আজ রোববার বিকেলে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার এবং পিকআপ চলাচল করবে না।

বাংলাদেশ কাভার্ড ভ্যান, ট্রাক প্রাইম মুভার পণ্য পরিবহন মালিক সমিতির প্রেসিডেন্ট মকবুল আহমেদ বলেন, ‘যতক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের দাম সংক্রান্ত সমস্যার সমাধান না হচ্ছে, আমরা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করবো না।’

গত বুধবার সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা এবং বৃহস্পতিবার এলপি গ্যাসের দাম প্রতি কেজির সিলিন্ডারে ৫৪ টাকা করে বাড়ানোর ঘোষণা দেয়।

কোনো আলোচনা ছাড়াই তেলের দাম একতরফা বাড়ানোর কারণে পরিবহন খরচ অনেক বাড়বে দাবি করে বৃহস্পতিবার ২৪ ঘণ্টা সময় দিয়ে পণ্য পরিবহন বন্ধ ঘোষণা করে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর