শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

শেখ হাসিনার সঙ্গে বিল গেটসের সৌজন্য সাক্ষাৎ



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২ নভেম্বর, ২০২১ ২:০১ : অপরাহ্ণ

স্কটল্যাণ্ডের গ্লাসগো শহরে জাতিসংঘ জলবায়ু শীর্ষক কপ-২৬ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাইক্রোসফট ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাখাওয়াত মুন বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তার ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকের ছবি পোস্ট করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তবে পূর্বনির্ধারিত এ সাক্ষাতে উভয় পক্ষের মধ্যে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।

গত রোববার থেকে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শুরু হয়েছে জাতিসংঘের কপ-২৬ জলবায়ু সম্মেলন।

গোটা বিশ্বের নজর এখন গ্লাসগোর স্কটিশ এক্সিবিশন সেন্টারে। ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান এবং বিশেষজ্ঞ প্যানেলসহ সম্মেলনে অন্তত ২৫ হাজার অতিথি উপস্থিত হয়েছেন। সম্মেলনের শেষ দিন-১২ নভেম্বর পর্যন্ত অতিথিরা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

বিশ্বনেতাদের পাশাপাশি বিশেষজ্ঞ এবং পরিবেশ আন্দোলনের প্রথিতযশা কর্মীরাও এতে অংশ নিচ্ছেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর