রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২১ ৬:৩৩ : অপরাহ্ণ
ইনজুরির কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে সাকিব আল হাসানের। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দেশসেরা এই ক্রিকেটার হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন।
সকাল থেকে গুঞ্জন ছড়িয়েছে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া সেই চোটে এবারের বিশ্বকাপটাই শেষ সাকিবের। যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এ নিয়ে এখনো কোনো তথ্য জানানো হয়নি।
এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান কিছু বলেননি। শুধু জানিয়েছেন, সাকিবের ইনজুরির উন্নতি হয়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব যে ধরনের চোটে আছেন সেটা কাটিয়ে উঠতে এক সপ্তাহ সময় লাগবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সামনের দুটো ম্যাচ ২ ও ৪ নভেম্বর। মানে সাকিব সেরে ওঠার আগেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে।
বিশ্বকাপের চূড়ান্ত পর্বের প্রথম তিন ম্যাচে শ্রীলংকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সেমিফাইনালে যাওয়া কার্যত কঠিন করে ফেলেছে বাংলাদেশ দল।
আগামী মঙ্গল ও বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা। এই দুই ম্যাচ খেলার পর দেশে ফিরবে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি।