রবিবার, ৬ অক্টোবর, ২০২৪ | ২১ আশ্বিন, ১৪৩১ | ২ রবিউস সানি, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

‘আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল’, ফখরুলকে কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২১ ৫:১০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ইকবাল এতোদিন কোথায় ছিলো-মির্জা ফখরুলের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় যে, তার কাছে অধিকতর তথ্য রয়েছে। আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন-এ কয়দিন ইকবাল কোথায় ছিল?’

আজ শনিবার সকালে তার সরকারী বাসভবনে ব্রিফিংকালে তিনি এ প্রশ্ন রাখেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন রাখেন, ‘ইকবাল এতোদিন কোথায় ছিলো, কারা তাকে সেখানে (কক্সবাজার) নিলো?’

যেকোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিটি বিষয়ে সন্দেহ করার বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে-বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা, তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কি না।’

‘সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না’-মির্জা ফখরুলের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, ‘তাহলে ২০০১ সালের সমস্যার দায় কি বিএনপি স্বীকার করে নিচ্ছে? আশা করি, তিনি বিষয়টি স্পষ্ট করবেন।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানে। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে। এখন সরকারের ওপর দায় চাপাচ্ছে, আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছে।’

আরও পড়ুন: ইকবাল এতোদিন কোথায় ছিল, এই বিশ্বাসটা কে করবে, প্রশ্ন ফখরুলের

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর