শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর


প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২১ ৬:৩৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র বন্ধে প্রয়োজনে গুলি ছোড়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বিভিন্ন ক্যাম্পে মাদক ও অস্ত্র বাণিজ্য বন্ধে প্রয়োজনে গুলি ছুড়তে হবে।’

আজ শুক্রবার দুপুরে সিলেটে একটি অনুষ্ঠানে তিনি এ এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে ও বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে গতকালই বৈঠক হয়েছে। এর পরপর এমন ঘটনা সত্যি আতঙ্কের বিষয়।’

রোহিঙ্গা ক্যাম্পে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, ‘অনেক লোক মিয়ানমারে ফেরত যেতে চায় না। তাদের স্বার্থে আঘাত লাগে। সেই কারণে হয়তো তারা এসব অঘটন ঘটাচ্ছে।’

সর্বশেষ আজ শুক্রবার ভোরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসায় হামলায় সাতজন নিহত হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর রাতে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস নামের একটি সংগঠনের চেয়ারম্যান মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর