বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলি, নিহত ৭


প্রতিনিধি, কক্সবাজার প্রকাশের সময় :২২ অক্টোবর, ২০২১ ৯:২৮ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত রোহিঙ্গা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৭জন।

শুক্রবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পে এই সংঘর্ষ বাধে।

নিহতরা হলেন-আজিজুল হক, মো. ইব্রাহিম, মো. আমিন, মো. ইদ্রিস, হাফেজ নুর হালিম, মৌলভী হামিদুল্লাহ ও নূর কায়সার।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোরশেদ জানান, মধ্যরাতে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল। ভোরের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ১১ জনকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো তিন জন।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার খান।

আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গাদের দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর