শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

জরিমানা করায় এবার মোটরসাইকেল পোড়ালেন আরেক চালক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০২১ ৫:৩০ : অপরাহ্ণ

জরিমানা করায় পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে এবার নিজের মোটরসাইকেল পোড়ালেন ইলিয়াস মিয়া (৩০) নামে আরও এক চালক।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

ইলিয়াস মিয়ার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দুপুর সোয়া ২টার দিকে পলাশী এলাকায় চালক নিজের বাইকে আগুন ধরিয়ে দিয়েছেন।

পুলিশ বলছে, মোটরসাইকেল চালকের আগে দুইটি মামলা ছিল। মামলাগুলো না ভাঙানোয় আজ সার্জেন্ট এক হাজার টাকা জরিমানা করেন। পরে ওই চালক কিছুদূর গিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন।

লালবাগ থানার ওসি এম এম মোরশেদ গণমাধ্যমকে জানান, ট্রাফিক সার্জেন্ট ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে চালক ইলিয়াস মিয়াকে ১ হাজার টাকা জরিমানা করার পর তিনি নিজের বাজাজ ডিসকোভার-১২৫ সিসি মডেলের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। হতাশা ও রাগে তিনি এ কাজ করেন।

ওসি বলেন, মোটরসাইকেল চালক ইলিয়াস মিয়ার আগে কাপড়ের দোকান ছিল। করোনার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকমাস আগে থেকে তিনি অ্যাপসে রাইড শেয়ারিং শুরু করেন।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে বাড্ডা লিংক রোড এলাকায় নিজের মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেন শওকত আলম নামে এক চালক। সেসময় পুলিশ বলেছিল, ট্রাফিক আইনে মামলা দেওয়ার পর তিনি ‘উত্তেজিত হয়ে’ ওই কাণ্ড ঘটান।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর