শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা রাজধানী

‘আমার মন্ত্রিগিরি থাকবে নাকি থাকবে না-আপনাকে বলার অধিকার কে দিয়েছে’


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২১ ১১:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে ইঙ্গিত করে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, ‘কত যোগ্যতা আছে? আসেন বসি। কোথায় বসবেন জাতীয় প্রেস ক্লাবে? চলেন বসি। আমার মন্ত্রিগিরি থাকবে নাকি থাকবে না-আপনাকে বলার অধিকার কে দিয়েছে?’

আজ সোমবার চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস শেখ রাসেল-এর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শনিবার রাজধানীর আশুলিয়ায় একটি অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন বলেছেন, ‘ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন, দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে, দেখেন এমপি থাকতে পারেন কিনা? বড় বড় কথা বলেন।’

সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে বলতে দেখা যায়, ‘ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম না। এটা বিশ্বাস করি না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গেছেন, সেই সংবিধানই থাকবে। এটার কোনো পরিবর্তন ওই এরশাদ, জিয়াউর রহমান, ওই সব মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর…এসব স্বৈরাচারের শাসনামল ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছে আদালতের রায়ে। ওগুলো চলবে না। এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাহাত্তরের সংবিধানেই আমরা ফিরে যাবো।’

রাষ্ট্রধর্ম ইসলাম প্রসঙ্গে বক্তব্য নিয়ে সমালোচকদের উদ্দেশে ডা. মুরাদ হাসান হুঁশিয়ার করে বলেন, ‘ডা. মুরাদ মাথা নিচু করে কথা বলবে না। মাথা উঁচা করেই কথা বলবে। কাদের বিরুদ্ধে আন্দোলন করো, কুশপুত্তলিকাদাহ করো। আমরা যদি শুরু করি তাহলে ঢাকার মাটিতে টিকতে পারবেন না।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ডাক্তার মুরাদ হাসান সম্পর্কে ভালো করে জেনে নিয়েন। তারপরে কথা বলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমাকে সম্মান দিয়ে কথা বলুন।’

গত শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী একটি অনুষ্ঠানে বলেন, ‘ইসলাম ধর্ম নিয়ে মুরাদ হাসানের বক্তব্যের পর সারাদেশে উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ গুলি চালাচ্ছে, রক্তপাত হচ্ছে। গতকাল চৌমুহনীতে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সেখানে আজ ১৪৪ জারি করেছে প্রশাসন। কেন এই পরিস্থিতি?’

বিএনপি নেতাদের উদ্দেশ করে মুরাদ হাসান বলেন, ‘আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে রাজনীতি করি। মেরুদণ্ডহীন মির্জা ফখরুল আর খোঁড়া রিজভী আন্দোলনের ভয় দেখায়। কাদেরকে দেখায়? মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকন্যাকে, ডা. মুরাদ হাসানকে? রাজাকারের বাচ্চারা, ওই ভয় আমরা পাই না। আমাদেরকে হুমকিধমকি দিয়ে কোনো লাভ হবে না।’

তথ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, ‘ওই সাম্প্রদায়িক গোষ্ঠী, একাত্তরের পরাজিত শক্তি তোমরা আবারও পরাজিত হবা। ৫০ বছরেও বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে পারবা না। আমরা বেঁচে থাকতে এটা হবে না।’

আরও পড়ুন: ‘ইসলাম ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর