সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কুমিল্লার ঘটনা ঘটানো হয়েছে: ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ অক্টোবর, ২০২১ ৩:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সরকার দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে তার সংস্থা দিয়ে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।

জাতীয়তাবাদ সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘দেশে নানা সমস্যা রয়েছে। সেখান থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে কুমিল্লার ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘আমাদের সংকট কী? সংকট গণতন্ত্রের, সুষ্ঠু নির্বাচনের, ভোটাধিকারের-যা তারা হরণ করছে, একনায়কতন্ত্র কায়েম করে ক্ষমতা দখল করে আছে।’

বিএনপি গণতন্ত্র নষ্ট করেছে-‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তাদের গণতন্ত্র হচ্ছে-আমরা সারাজীবন ক্ষমতায় থাকবো। আর তোমরা প্রজা হয়ে থাকবে। এটাই হচ্ছে আওয়ামী লীগের গণতন্ত্রের মূল লক্ষ্য।’

প্রেস ক্লাবে রাজনৈতিক সভা-সমাবেশে নিষিদ্ধ করা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জায়গাগুলোকে সংকোচিত করে ফেলেছে। আগে পল্টন ময়দানে বহু ঐতিহাসিক সভা-সমাবেশে হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে সেখানে স্টেডিয়াম করে ফেলেছে। এরপর মুক্তাঙ্গনকে বন্ধ করে দিয়েছে। আগে মানিক মিয়া এভিনিউতে বড়-বড় সমাবেশ হতো। সেটাকেও মাঝে ডিভাইডার দিয়ে বন্ধ করে দিয়েছে।’

নিরপেক্ষ সরকার ছাড়া সুস্থ নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন বলেছেন- দেশের বর্তমান প্রেক্ষাপটে এখানে একটি নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন কিছুই করতে পারবে না। ফলে আপনি যতই ভালো নির্বাচন কমিশন গঠন করুন না কেন কোনো লাভ হবে না, যদি সরকার নিরপেক্ষ না হয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘পাতানো কোনো রাতের নির্বাচনে বিএনপি আর যাবে না। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে সরকার ছাত্রলীগ-যুবলীগের ‘সন্ত্রাসীদের’ আনসারের পোশাক পরিয়ে কেন্দ্রে ঢুকিয়ে ভোট চুরি করিয়েছে। আমি একটু বাড়িয়ে বলছি না। এটা একদম সত্য কথা। এমন একটা ঘটিয়েছে। নির্বাচনের নামে জাতির সঙ্গে তামাশা করেছে দলটি।’

সরকারকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আর খেলতে দেওয়া হবে না। পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোভিড ১৯ পরবর্তী জটিলতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, ‘চিকিৎসকেরা সাধ্যমতো চেষ্টা করছেন তবে খালেদা জিয়ার চিকিৎসা বিশ্বের উন্নত হাসপাতালে হওয়া দরকার। খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। তাকে সম্পূর্ণভাবে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া দরকার।’

মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার জামিন প্রাপ্য। তাঁকে মুক্তি দিতে হবে। যাতে তিনি সুচিকিৎসা নিতে পারেন।’

সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি নূর আফরোজ বেগম জ্যোতি। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য হাবিবুল ইসলাম হাবিব, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর