শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

‘সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে’, ফখরুলকে আক্রমণ কাদেরের



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ অক্টোবর, ২০২১ ২:১০ : অপরাহ্ণ

‘সরকারকে আর সময় দেওয়া যায় না’-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে আক্রমণ করে বলেছেন, ‘সরকারকে সময় নির্ধারণ করে দেওয়ার উনি কে?’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিজ বাসভবনে ব্রিফিংয়ে তিনি এ প্রশ্ন রাখেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সরকারকে সময় নির্ধারণ করে দিয়েছে দেশের সংবিধান ও এদেশের জনগণ, আর ক্ষমতা দেওয়ার মালিক সর্ব শক্তিমান আল্লাহ এবং দেশের ভোটারগণ।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘৯০ এর পটভূমি আর ২০২১ এর পটভূমি এক নয়। সুতরাং গণঅভ্যুত্থান করে সরকার পতনের দিবাস্বপ্ন বিএনপির রঙিন খোয়াবে পরিণত হবে।’

জাতীয় প্রেসক্লাবে বিএনপির কর্মসূচির বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে সাধারণত সাংবাদিক, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠন সভার আয়োজন করে থাকে। কিন্তু বিএনপি প্রেসক্লাবকে রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ইউপি নির্বাচনে বিভিন্ন জেলা থেকে দলীয় প্রার্থীর নাম পাঠানো হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তথ্য গোপন এবং নানা অনিয়ম ও জালিয়াতি করে কেন্দ্রে নাম পাঠাচ্ছেন। যারা এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর