শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৯ অক্টোবর, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ

সৌদি আরবের জাযান প্রদেশের কিং আবদুল আজিজ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শুক্রবার রাতে এবং শনিবার ভোরে চালানো ওই হামলায় তিন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়াও সৌদি আরবের ৬ নাগরিক ও সুদানের এক শ্রমিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকির বরাতে আরব নিউজ এ খবর জানিয়েছে।

জানা গেছে, আহত তিন বাংলাদেশি বিমানবন্দরের কর্মী। অন্যদের মধ্যে ছয় জন সৌদি আরবের এবং একজন সুদানের নাগরিক। তবে ড্রোন হামলার কারণে বিমবন্দরের ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি।

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা, তিন বাংলাদেশিসহ আহত ১০

সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে।

ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছেন।

জিজান শহরের কিং আব্দুল্লাহ বিমানবন্দর ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।

২০১৫ সালে ইয়েমেনের প্রধানমন্ত্রী মনসুর হাদিকে পদত্যাগে বাধ্য করে হুথি বিদ্রোহীরা। ওই বছরই তাকে পুনরায় ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে দেশটিতে হুথিবিরোধী অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক বাহিনী। তখন থেকেই সৌদি আরবের বিভিন্ন শহরে ড্রোন ও রকেট হামলা করে আসছে হুথিরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর