রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

বিএনপিকে জনগণ কেন ভোট দেবে জানালেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ অক্টোবর, ২০২১ ৯:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

বিএনপিকে কারা, কেন ভোট দেবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন মন্তব্যের জবাবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের হাত থেকে বাঁচতে মানুষ বিএনপিকে ভোট দেবে। মানুষ এখন আওয়ামী লীগের হাত থেকে মুক্তি চায়, শেখ হাসিনার অবৈধ সরকারের হাত থেকে মুক্তি চায়।’

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

জাতিসংঘ সফর শেষে গতকাল সোমবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: জনগণ বিএনপিকে ভোট দেবে কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল বলেন, ‘তারা দেশের যে অবস্থা তৈরি করেছেন, তাতে মানুষের জীবনের কোনও নিরাপত্তা নেই। জীবিকারও কোনও নিরাপত্তা নেই। চারদিকে ভয় ও ত্রাস। সন্ত্রাস ছাড়া আর কোনও কিছু নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘১০ টাকা কেজির চাল খাওয়াবেন বলে তারা ক্ষমতায় এসেছিলেন। এখন চালের কেজি ৭০ টাকা। ফলে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। তারা বিনা পয়সায় সার দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সারের দাম আকাশচুম্বী। তারা তা দেননি। মানুষ কর্মসংস্থানের নিশ্চয়তার জন্য বিএনপিকে ভোট দেবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের ব্যর্থতার জন্য অর্থনৈতিক প্যাকেজ না পাওয়ার ফলে বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লোকজন ছাঁটাই হয়েছে। অনেকে কর্মসংস্থানের বাইরে চলে গেছেন। তাদের লোকজন ছাড়া কেউ করোনাকালীন সরকারি প্রণোদনা পায়নি।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপিই একমাত্র দল, যারা দেশের মানুষকে একটু শান্তি দিয়েছিলো।’

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি একটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘গত কয়েক বারের অভিজ্ঞতায় দেখা গেছে, সার্চ কমিটির নামে দলীয় লোকদের নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচন কমিশন গঠন করেন। আর সেই কমিশন অনেক ক্ষেত্রে সরকারের থেকেও আগ বাড়িয়ে দলীয় ভূমিকা পালন করে। যা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’

বিএনপি মহাসচিব বলেন, ‘একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটি আমার কথা নয়, সাবেক নির্বাচন কমিশনারসহ সকলেই বলেছেন। আপনি যতই নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করুন না কেন, সরকার যদি তাদের সঙ্গে সহযোগিতা না করে তাহলে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না।’

সরকার চাইলে বিএনপি আলোচনায় বসতে রাজি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘গত নির্বাচনের আগে যে আলোচনা হয়েছে আর এখন যে আলোচনা হবে-তা এক নয়। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার এই একটি এজেন্ডা থাকলে আলোচনা করতে রাজি আছি। আমরা একটা জিনিসই চাই-তা হলো নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকার। এটা তো কোনো অন্যায় দাবি নয়।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর