শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

তেজগাঁওয়ে আবাসিক বহুতল ভবনে বিস্ফোরণ, দগ্ধ ২ শিক্ষার্থী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২ অক্টোবর, ২০২১ ১২:৪৫ : পূর্বাহ্ণ

রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের তিনতলায় বিস্ফোরণ হয়েছে। এতে দুই শিক্ষার্থী দগ্ধ হয়েছেন।
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলেন-ইয়াসিন তালুকদার (৩১) ও জিতু (২৮)।

বার্ন ইন্সটিটিউট সূত্রে জানা গেছে, ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ এবং জিতুর শরীরের ৬৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, ছয়তলা ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত দুই শিক্ষার্থী ভবনের তিনতলায় মেস ভাড়া করে থাকতেন। তাদের কক্ষেই বিস্ফোরণ ঘটেছে। কীভাবে বিস্ফোরণ হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে সিটিটিসির বোম্ব ডিস্পোজাল ইউনিটের সদস্যরা এসেছেন। তারাও ঘটনাটি খতিয়ে দেখছেন।

এ বিস্ফোরণটি কোনো বিস্ফোরক দ্রব্য থেকে হয়নি জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসির উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান বলেন, বিস্ফোরণে বিস্ফোরক দ্রব্য জাতীয় কিছুর সন্ধান পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনাটি অন্য কোনো কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আহতদের সঙ্গে কথা বলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর