শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণ জব্দ, যাত্রী আটক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ সেপ্টেম্বর, ২০২১ ১০:০৫ : পূর্বাহ্ণ

রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার দিবাগত গভীর রাতে স্বর্ণসহ দুবাইফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস।

আনোয়ার হোসেন নামে আটক ওই যাত্রীর কাছ থেকে শরীরে লুকানো ১ কেজি ১০ গ্রাম ওজনের পেস্ট স্বর্ণ, চারটি স্বর্ণের বার এবং ১১০ গ্রাম স্বর্ণের অলঙ্কার জব্দ করা হয়েছে।

তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে দুবাই থেকে আসেন আনোয়ার হোসেন। শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম বিমানবন্দরে অবস্থান নেয়। এ সময় তাকে তল্লাশি করে চারটি স্বর্ণের বার পাওয়া যায়, যার ওজন ৪৬৪ গ্রাম। এ ছাড়া স্বর্ণের অলঙ্কার ছিল ১১০ গ্রাম। এ ছাড়া পায়ুপথে বিশেষ পদ্ধতিতে লুকানো আরও ১০১০ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে।

তিনি জানান, আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে কাস্টমস আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর