সোমবার, ৮ জুলাই, ২০২৪ | ২৪ আষাঢ়, ১৪৩১ | ১ মহর্‌রম, ১৪৪৬

মূলপাতা জাতীয়

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বিশেষ টিকা ক্যাম্পেইন


নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :২৬ সেপ্টেম্বর, ২০২১ ২:০৪ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ টিকা ক্যাম্পেইন হবে। আগামী মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তার ৭৫তম জন্মদিন। ওই দিনই এ কার্যক্রম চলবে।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

তিনি জানান, ওই দিন ক্যাম্পেইনে চীনের সিনোফার্মের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৪ কোটি ২ লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ১ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেয়া হয়েছে ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। শনিবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত দুই ডোজ মিলিয়ে দেয়া হয়েছে ৫ লাখ ৮০ হাজার টিকা।

দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকান দেয়া হচ্ছে। তবে সিংহভাগই চীনের তৈরি সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর