শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

গুলশান-বারিধারায় গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে: মেয়র আতিক



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৫ সেপ্টেম্বর, ২০২১ ৬:৪৫ : অপরাহ্ণ

রাজধানীর গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় গাড়ি নিয়ে ঢুকলে বাড়িতি ট্যাক্স দিতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এই অনুষ্ঠানের আয়োজন করে।

আতিকুল ইসলাম বলেন, ‘গুলশানের দিকে যাবেন দেখতে পাবেন, শুধু গাড়ি আর গাড়ি। একেকটি পরিবারে বাড়ির কর্তার গাড়ি, তার স্ত্রীর গাড়ি, তার ছেলে-মেয়ের আলাদা গাড়ি। প্রত্যেকের গাড়ি আর গাড়ি। কিন্তু বিদেশে আমরা দেখেছি, বিভিন্ন গাড়ি যখন যাবে তখন ট্যাক্স দিয়ে যাবে। তাই এরইমধ্যে আমরা পরিকল্পনা করেছি গুলশান-বারিধারা অভিজাত এলাকায় যখন কোনো গাড়ি ঢুকবে রাস্তার ট্যাক্স দিয়ে ঢুকতে হবে।’

মেয়র বলেন, ‘গাড়ির ভিড়ে যানজট হচ্ছে, মানুষ গালিগালাজ করছে। কিন্তু কেন এতো ভিড় হচ্ছে, এ নিয়ে কেউ ভাবছেন না।’

আতিকুল ইসলাম বলেন, ‘রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে গেছে। এ কারণে যানজট হচ্ছে। তাই পরিকল্পনা হয়েছে, অভিজাত এলাকার সড়কে গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে।’

মেয়র বলেন, ‘ফুটপাত তৈরির পরের দিনই তা দখল হয়ে যাচ্ছে। ফুটপাতে ব্যবসা হচ্ছে। এই দখলের নেপথ্যে সবাই জড়িত। ফুটপাত দখলের বিষয়ে থানাকে জিজ্ঞাসা করলে পুলিশ বলে, রাজনৈতিক নেতা ও কাউন্সিলর সেখানে জড়িত। কাউন্সিলরকে জিজ্ঞাসা করলে তারা বলেন, সেখানে পুলিশ জড়িত। একধরনের চক্রাকার খেলা চলছে।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর