নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ সেপ্টেম্বর, ২০২১ ১২:০১ : অপরাহ্ণ
ডিজিটাল নিরাপত্তা আইন ও নাশকতার মামলায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেছেন ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলাম মাদানী।
আজ বুধবার তার আইনজীবী আশরাফ আলী মোল্লা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গাজীপুরের বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা (আইসিটি অ্যাক্ট) আইনে দায়ের করা মামলা ও ময়মনসিংহে নাশকতার একটি মামলায় রফিকুল ইসলাম মাদানীর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। এর মধ্যে নাশকতার মামলায় জামিন আবেদন করা হয়েছে আগস্ট মাসে। আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার গত ১৯ সেপ্টেম্বর জামিন আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল মাওলানা রফিকুল ইসলামকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরে তার বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের গাছা ও বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের হয়।
গত ২১ এপ্রিল গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রফিকুল ইসলাম মাদানীকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তিনি এখন কামিশপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।
মাওলানা রফিকুলের বয়স ২৫ বছর হলেও আকার-আকৃতির জন্য তাকে ‘শিশুবক্তা’ বলে ডাকেন তার ভক্তরা।