রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ সেপ্টেম্বর, ২০২১ ১১:০০ : পূর্বাহ্ণ
কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষ। এবার ফলাফলের অপেক্ষা। তবে দেশটির সরকারি মিডিয়া এক সমীক্ষা প্রতিবেদনে জানিয়েছে, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টিই তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।
জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টি ভোটে এগিয়ে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সিবিসি নিউজ সোমবার রাতে জানিয়েছে, ট্রুডোর লিবারেল পার্টি ক্ষমতায় থাকছে। তবে দলটি কানাডার ৪৪তম পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলেই মনে হচ্ছে। চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে আরো কিছুটা সময় লাগবে।
কুইবেকের পাপিনিয়াউয়ে নিজের আসনে জাস্টিন ট্রুডো জয় পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে। বিরোধীদল কনজারভেটিভ পার্টির নেতা ওরিন ও টুল অন্টারিওর ডারহামে নিজের আসনে জয় পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
সংসদীয় গণতন্ত্রের দেশ কানাডা। এর পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এর ৩৩৮টি আসনে ভোটার দুই কোটি ৭০ লাখ। এককভাবে সরকার গঠনে যেকোনো দলকে কমপক্ষে ১৭০টি আসনে জয় নিশ্চিত করতে হবে।
২০১৫ সালে কানাডার সাবেক জনপ্রিয় প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো বিপুল ভোটে জিতেছিলেন। চার বছর পর ২০১৯ সালে তিনি আবার জিতেছিলেন ঠিকই, কিন্তু আসন সংখ্যা সেসময় অনেক কমে যায়। ১৫৭টি আসন পেয়ে সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিয়ে আসছিল।
২০১৯ সালের নির্বাচনের পর পরবর্তী নির্বাচনটি ২০২৩ সালের অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দেন ট্রুডো।
সংখ্যাগরিষ্ঠতা লাভের জন্যই ট্রুডো আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। বিশেষ করে করোনাভাইরাসের বিরুদ্ধে দেশ কীভাবে লড়াই করেছে, সে ব্যাপারে দেশবাসীর মতামত নিতে চেয়েছিলেন তিনি। এবারও সম্ভবত ট্রুডোর লিবারেল পার্টি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দেবে।
জাস্টিন ট্রুডো বলে আসছেন, তার দেশের জনগণ মহামারি করোনাভাইরাসের সময়ে কনজারভেটিভ সরকার চায় না। বর্তমানে পূর্ণাঙ্গ টিকাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম।