নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২১ ১২:৩৭ : অপরাহ্ণ
ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। গতকাল সোমবার বিকেলে দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাদের এ সৌজন্য সাক্ষাত হয়।
বৈঠকের বিষয়ে সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী রাজনীতি সংবাদকে বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পৌনে দুই ঘণ্টা আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া আফগানিস্তান ইস্যু নিয়েও কথা হয়েছে।
এ বৈঠকে অংশ নেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাংলাদেশ-মিয়ানমার) স্মিতা পন্ত।