শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত: তথ্য প্রতিমন্ত্রী



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৪ সেপ্টেম্বর, ২০২১ ১১:০০ : অপরাহ্ণ

বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের মুরাদ হাসান বলেন, ‘ভারতে মহাত্মা গান্ধীর ছবি যেমন প্রতিটি ভারতীয় নাগরিকের ঘরে আছে, ঠিক তেমনই বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেশের প্রতিটি মানুষের ঘরে থাকা উচিত।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমার ইচ্ছা, আহবান ও অনুরোধ এই বাংলাদেশে ১৮ কোটি মানুষ বসবাস করে যারা বাঙালি ও বাংলাদেশের নাগরিক, তাদের প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।’

মুরাদ হাসান বলেন, ‘এমপি হিসেবেও নয় একজন নাগরিক হিসেবে, বাঙালি হিসেবে আমার আহ্বান, সবার ঘরে জাতির পিতার ছবি থাকা উচিত। রাষ্ট্রীয়ভাবে প্রজ্ঞাপন দিয়ে কিংবা জাতীয় সংসদে আইন করে এমন কোনো ঘোষণা আসেনি। তবুও আমি ব্যক্তিগতভাবে চাই দলমত নির্বিশেষে বঙ্গবন্ধুর ছবি সবার ঘরে থাকুক।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর