শুক্রবার, ৩ মে, ২০২৪ | ২০ বৈশাখ, ১৪৩১ | ২৩ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা রাজধানী

রাজধানীর বছিলার একটি বাসা থেকে ‘জেএমবির শীর্ষ নেতা’ আটক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৯ সেপ্টেম্বর, ২০২১ ৯:০৫ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

রাজধানীর বছিলায় একটি ফ্ল্যাট বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র‍্যাব।

বছিলা ব্রিজের কাছে চারতলা ওই  ফ্ল্যাট বাসায় অভিযান চালিয়ে ইমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে হেলমেট পরা অবস্থায় আটক ব্যক্তিকে ওই ফ্ল্যাট বাসা থেকে নিয়ে আসে র‌্যাব।

এর আগে  ভোররাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাসাটি ঘিরে রাখে র‍্যাব।

ফ্ল্যাট বাসাটি র‌্যাব ২ নম্বর কার্যালয়ের কাছে। কার্যালয় থেকে ওই বাসায় হেঁটে যেতে ৫ থেকে ৭ মিনিট সময় লাগে।

র‍্যাবের দাবি, আটক ওই ব্যক্তি জেএমবির এক শীর্ষ নেতা।

র‌্যাব সদর দপ্তরের গণমাধ্যম ও আইন শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান বলেন, ‘ময়মনসিংহ থেকে গ্রেপ্তার জেএমবির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বছিলার এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। গ্রেপ্তার জঙ্গিরা জিজ্ঞাসাবাদে বছিলা থেকে আটক জঙ্গির বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছিল র‍্যাবকে।

এসব তথ্যের ভিত্তিতে র‍্যাব ঢাকার বাইরে জামালপুর ও রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্য রাত থেকে বছিলা জঙ্গি আস্তানাটিতে অভিযান পরিচালনা করা হয়।’

রাজধানীর বসিলার একটি বাড়ি থেকে ‘জঙ্গি’ আটক

তিনি বলেন, ‘সেখানে অভিযান চালিয়ে র‍্যাব জেএমবির একজন শীর্ষ নেতাকে আটক করতে সক্ষম হয়েছে। সেখান থেকে পিস্তল, গুলি, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও রাসায়নিক দ্রব্য পেয়েছি। আনুমানিক তিন লাখ টাকাও পেয়েছি। বেশ কিছু জিহাদি বই ছিল সেখানে।’

রাজধানীর বসিলার একটি বাড়ি থেকে ‘জঙ্গি’ আটক

খন্দকার আল মঈন বলেন, ‘ফ্ল্যাট বাসাটির দারোয়ান ও আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিকভাবে জেনেছি, গত ২ তারিখ দুজন ব্যক্তি ওই বাসা ভাড়া নেন। তারা প্রিন্টিং প্রেসে কর্মরত বলে বাসাটি ভাড়া নিয়েছিলেন। ওই দুজন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করেন এবং কিছুদিন পর তারা পরিবারসহ উঠবেন বলেও জানিয়েছিলেন। পরিবার নিয়ে ওঠার সময় তারা জাতীয় পরিচয়পত্র দেবেন বলেও আশ্বস্ত করেছিলেন।’

র‍্যাব কর্মকর্তা আরও বলেন, ‘আমরা ইমদাদুল হককে র‍্যাব সদর দপ্তরে নিয়ে গিয়েছি। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর