নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৬ সেপ্টেম্বর, ২০২১ ১১:৩০ : অপরাহ্ণ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান বলেছেন, ‘স্বাধীনতা অর্জনের মাত্র কয়েক বছরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঈর্ষণীয় কর্মতৎপরতা দেখে জিয়াউর রহমান তাকে সপরিবারে হত্যা করেছে, এটাই জিয়ার অবদান।’
এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘জিয়ার স্মৃতিতে চট্টগ্রাম সার্কিট হাউজে কিসের জাদুঘর? জাতির পিতার খুনির নামে রাষ্ট্রের টাকায় জাদুঘর থাকতে পারে না।’
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধুর খুনি হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা হবে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘চট্টগ্রাম সার্কিট হাউজে জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত ‘শহীদ জিয়া স্মৃতি জাদুঘর’ থেকে তার ব্যবহৃত জিনিস সরিয়ে নিয়ে বেতার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে। খুনির স্মৃতি সংরক্ষণে রাষ্ট্রীয়ভাবে কোনো অর্থ ব্যয় করা ঠিক হবে না। স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এম এ হান্নান, সেই ঘোষণার মাইক্রোফোনও জিয়ার জাদুঘরে থাকবে না। তা কালুরঘাটে নিয়ে যাওয়া হবে।’
মুরাদ হাসান বলেন, ‘বাংলাদেশের ধ্বংসের ইতিহাস জিয়া পরিবারের সৃষ্টি। ধর্মের নামে রাজনীতি আর হতে দেয়া যাবে না।’
চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ বক্তব্য দেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী।