নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২১ ৩:০১ : অপরাহ্ণ
আপাতত ১৮ বছরের কম বয়সীদের কাউকে করোনার টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ রোববার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে করোনা টিকা বিতরণ কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।
শামসুল হক বলেন, এ বিষয়ে সরকার যেহেতু চিন্তা করছে ভবিষ্যতে যদি পরিকল্পনায় আসে তাহলে তা জানিয়ে দেওয়া হবে। টিকা নেওয়ার জন্য নিবন্ধনকৃত হাজার হাজার মানুষ এখন অপেক্ষা করছে। নিবন্ধনকৃত এক কোটি ৯৩ লাখ মানুষ এখনো টিকা পায়নি। টিকা কেন্দ্র এবং এই কাজ পরিচালনার জন্য আরও জনবল বাড়ানোর চিন্তা-ভাবনা করা হচ্ছে।
এরআগে গতকাল শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ জাহিদ মালেক এক অনুষ্ঠানে বলেছিলেন, ১৮ বছরের নিচে শিক্ষার্থীদের জন্য ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হতে পারে।
মন্ত্রী আরও বলেন, ১৮ বছরের নিচে হলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের নির্দেশনা দেখে ফাইজার ও মডার্নার টিকা দেওয়া হতে পারে। ১২ বছরের বেশি হলে অন্যান্য দেশে যেভাবে দেওয়া হচ্ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে শিশুদের ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হচ্ছে। আমরাও এটি অনুসরণ করতে পারি।