শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা দেশজুড়ে

রেলক্রসিংয়ে মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৪



প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :৫ সেপ্টেম্বর, ২০২১ ২:২৫ : অপরাহ্ণ

সিলেটের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা এলাকায় একটি মাইক্রোবাসে সিলেটগামী পারাবত ট্রেনের ধাক্কায় দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

আজ রোববার দুপুর সোয়া ১টার দিকে ভাটেরা এলাকার হোসেনপুর লেবেল রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, মাইক্রোবাসের যাত্রীরা সিলেট থেকে ভাটেরায় একটি বিয়ের অনুষ্ঠানে আসছিলেন। হতাহতদের সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে।

শমশেরনগর ও মাইজগাঁও রেলস্টেশন সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি মাইক্রোবাস ভাটেরা রেলস্টেশনের কাছাকাছি হোসেনপুর নামক স্থানে রেলপথ অতিক্রম করার সময় পারাবত এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ওই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় দুই শিশু ও দুইজনের মৃত্যু হয়।

মাইজগাঁও স্টেশন মাস্টার মনির হোসেন বলেন, ‘পারাবত এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় দুই শিশু ও দুইজন বয়স্ক লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৫ জন। এক ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।’

এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর