শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

জেলার ডিসি অফিসের আমলারা এখন আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :৩ সেপ্টেম্বর, ২০২১ ৫:৩০ : অপরাহ্ণ

আমলাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জেলায় ডিসি অফিসে যান, দেখবেন সেখানে সরকারি আমলারাই সবচেয়ে বেশি আওয়ামী লীগের দায়িত্ব পালন করে। আওয়ামী লীগ নেই তো এখন। এখন সব আমলা লীগ।’

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

‘তারেক রহমানের ১৪তম কারামুক্তি দিবস’ উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘চারদিকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হচ্ছে। চাঁদা আদায় করছে গরিব মানুষকে আটকে রেখে। জোর করে তুলে নিয়ে অপহরণ করে টাকা আদায় করছে। পুলিশের অফিসার ধর্ষণের জন্য অভিযুক্ত হচ্ছে। আর এর মধ্যে তারা আবার নতুন কাজ শুরু করেছে। পুলিশ সাংবাদিকতা করবে। এটা কিন্তু সুদূরপ্রসারী।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আইজি (পুলিশের মহাপরিদর্শক) বলেছেন যে, এখন পুলিশ সাংবাদিকতাও করবে। কী অবস্থা দেশের। পুলিশ যখন সাংবাদিকতা করতে চায় তাহলে বুঝতে হবে যে, এই রাষ্ট্র আর নেই। করবে না কেনো, পুলিশকে এতো ক্ষমতা দেওয়া হয়েছে যে, ওরা নিজেরাই বলে, বাতির রাজা হচ্ছে ফিলিপস, মাছের রাজা ইলিশ আর দেশের রাজা হচ্ছে পুলিশ। পুলিশ যখন চোর-ডাকাত ধরা বাদ দিয়ে এই কাজ করবে, তখন তার কাছে কী আশা করা যাবে?’

মেগা প্রজেক্টে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে বিএনপির এ শীর্ষ নেতা বলেন, ‘সেদিন দেখলাম মেট্রোরেল উদ্বোধন করছে। মানুষ খুশি। বলছে পরিবর্তন হবে। পরিবর্তন কী শুধু ঢাকায় এই কয়েকজন মানুষের জন্য? হাজার মানুষের পরিবর্তন কোথায়? সব কিছুর দাম বেড়েছে। চাল, তেল, আলু, চিনির দাম আকাশচুম্বী।’

মির্জা ফখরুল বলেন, ‘সরকার বলে তারা নাকি করোনা নিয়ন্ত্রণে সফল। এদিকে টিকা দিয়েছে মাত্র চার পার্সেন্ট। টিকা কোথা থেকে আসবে তা তারা জানে না। বিতরণ কীভাবে করবে তাও জানা নেই। সরকারকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

আওয়ামী লীগ বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চায় উল্লেখ করেবিএনপি মহাসচিববলেন, ‘বর্তমানে বিএনপির কোনো সংকট নেই। সেটা জাতির এবং দেশের সংকট। এখন মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, সংগ্রাম হয়েছে, তা থেকে অনুপ্রেরণা নিয়ে সংগঠিত হতে হবে। যুবক-তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে।’

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও উপদেষ্টা ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর