বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত


প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :২৯ আগস্ট, ২০২১ ১:১৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবারও বাংলাদেশি হত্যার ঘটনা ঘটেছে।

আজ রোববার ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- বুড়িমারী ইউনিয়নের বুলবুল হোসেনের ছেলে ইউনুস (৩৫) ও নীলফামারীর সাগর চন্দ্র (৩৪)।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলার দিয়ে ভারতের চেংড়াবান্দায় চোরাইভাবে গরু আনতে যান ইউনুস ও সাগর চন্দ্র। এ সময় ভারতীয় চেংরাবান্ধা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি করে। ফেরার পথে ভারতের কোচবিহার-১৪৫ ব্যাটালিয়নের চেংড়াবান্দা বিএসএফের ক্যাম্পের টহলে থাকা সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে।

এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি যুবক নিহত হন। ঘটনার পরই বিএসএফ সদস্যরা নিহতদের মরদেহ নিয়ে গেছে।

৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দরের ক্যাম্প সূত্রে জানা গেছে, দুই বাংলাদেশির লাশ ভারতীয় চ্যাংড়াবান্ধা অংশে পড়ে আছে। এ বিষয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, ওই দুই বাংলাদেশি যুবকের মরদেহ ভারতীয় অংশে পড়ে আছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর