শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

হামলাকারীদের মূল্য দিতে হবে! হুমকি বাইডেনের



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৭ আগস্ট, ২০২১ ১১:০১ : পূর্বাহ্ণ

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের সঙ্গে জড়িতদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, হামলাকারীদের ক্ষমা করা হবে না, তাদের খুঁজে বের করা হবে। এর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধে সাড়ে ৬টার দিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে দুটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। প্রথম বিস্ফোরণটি হয় অ্যাবেই গেটের কাছে। যেখানে মার্কিন ও ব্রিটিশ বাহিনী বিমানবন্দরের দায়িত্বে ছিল। এ বোমা হামলায় অন্তত ১৩ মার্কিন সেনা ও ৯০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

কাবুলে হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হামলার সঙ্গে জড়িত ইসলামিক স্টেটের সদস্যদের খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।

বাইডেন বলেন, ‘যারা এই হামলা করেছে এবং যারা যুক্তরাষ্ট্রের ক্ষতি করতে চায়, তারা জানে-আমরা (কাউকে) ক্ষমা করবো না। আমরা তোমাদের খুঁজে বের করবো এবং তোমাদের প্রাপ্য শাস্তি পেতে হবে। আমাদের বাহিনী সঠিক জায়গা এবং সঠিক সময়মতো এর জবাব দেবে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সন্ত্রাসী গোষ্ঠীকে ভয় পাই না, তাদের জন্য থামবো না। আমরা আমাদের মিশন চালিয়ে যাবো। আমরা আমাদের উদ্ধারকাজ চালিয়ে যাবো।’

হামলায় নিহত আমেরিকান সেনাদের ‘বীর’ বলে উল্লেখ করেন বাইডেন।

এদিকে, জাতিসংঘ ও ন্যাটো কাবুলে হামলার নিন্দা জানিয়েছে। নিন্দা জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদও।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবারের হামলার পর বিদ্যমান পরিস্থিতিতে আরও হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর মেরিন কমান্ডার জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়তে পারেন: কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণ: নিহত বেড়ে ১০৩, আইএসের দায় স্বীকার

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর