সোমবার, ১ জুলাই, ২০২৪ | ১৭ আষাঢ়, ১৪৩১ | ২৪ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

‘ন্যূনতম লজ্জা থাকলে এসব কথা বলতেন না’, ফখরুলকে ইঙ্গিত করে কাদের


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ আগস্ট, ২০২১ ৭:৩০ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না’-বিএনপি মহাসচিবের এমন মন্তব্যে ফুঁসে উঠলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মির্জা ফখরুলকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো বিএনপি নেতারা আজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছেন। ন্যূনতম লজ্জা থাকলে তারা এসব কথা বলতেন না।’

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

আরো পড়তে পারেন: মুক্তিযুদ্ধের কথা বলা দলটিই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করেছে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী বিএনপি এখন কথামালা দিয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করতে চায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্য শুনলে মনে হয়, তারা পোস্ট-কোভিড জটিলতার মতো মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির সঙ্গে থেকে এবং রাজনীতি করে মুক্তিযুদ্ধের চেতনাবিষয়ক জটিলতায় ভুগছেন। বিএনপি পরাজিত অপশক্তির স্বার্থরক্ষার রাজনীতি করতে গিয়ে এখন নিজেদের পরিচয় এবং অবস্থানও ভুলে গেছে।’

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারাই তো এদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আপনারাই তো রক্তমূল্যে অর্জিত স্বাধীন দেশের পতাকা পরাজিত শক্তির গাড়িতে উড়ানোর সুযোগ করে দিয়েছিলেন। কোথায় ছিল তখন আপনাদের এই বহুরূপী চেতনা? মুক্তিযুদ্ধের চেতনাকে পদে পদে ভূলুণ্ঠিত করে আজ সাধু সাজার অপচেষ্টা জনগণ মেনে নেবে না।’

ইতিহাসের খাতিরে আজ আগামী প্রজন্মের জন্য সত্যি কথা বলতেই হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নয়,বিএনপিই এখন সর্বজন স্বীকৃত ছদ্মবেশী লুটেরা। গণতন্ত্রের নামে লুটপাট তন্ত্রই বিএনপির লক্ষ্য। বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর