সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে ইউক্রেনের বিমান ছিনতাই!



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২১ ৪:৩০ : অপরাহ্ণ

আফগানিস্তানের কাবুল বিমানবন্দর থেকে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে বলে দাবি করেছে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী। একটি সশস্ত্র গ্রুপ বিমানটি ছিনতাই করে ইরানে নিয়ে গেছে বলে দাবি করা হয়। বিমানটি কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।

রাশিয়ান সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

তবে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, বিমানটি মাশাদে জ্বালানি ভরে আবার ইউক্রেনের রাজধানী কিয়েভের উদ্দেশে চলে গেছে।

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেনকোও ছিনতাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কাবুল বা অন্য কোথাও আমাদের কোনো বিমান কেউ নেয়নি। কোনো কোনো মিডিয়া বিমান ছিনতাইয়ের যে খবর প্রকাশ করছে তা সত্য নয়।

রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবরে বলা হয়, আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে গত রোববার কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। সেখান থেকেই আজ মঙ্গলবার বিমানটিকে জোর করে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে।

ইউক্রেন সরকার বিমান অপহরণের কথা স্বীকার করেছে।

ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিনকে উদ্ধৃত করে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানায়, ‘গত রোববার আমাদের একটি বিমান অপহরণ করা হয়েছে। মঙ্গলবার বিমানটিকে চুরি করা হয়। ইউক্রেনের বাসিন্দাদের উদ্ধার করার বদলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নিয়ে বিমানটি ইরানের দিকে উড়ে যায়। তারপর আরও তিনটি বিমানেও আমরা উদ্ধার কাজ চালাতে পারিনি। কারণ আমাদের দেশের লোকেদের কাবুল বিমানবন্দরে ঢুকতে দেওয়া হচ্ছে না।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর