রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২১ ৪:০১ : অপরাহ্ণ
আফগানিস্তানে নতুন অর্থমন্ত্রী, গোয়েন্দাপ্রধান ও ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে তালেবান।
আজ মঙ্গলবার আফগানিস্তানের বৃহত্তম বেসরকারি সংবাদমাধ্যম পাঝওক-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অর্থমন্ত্রী হতে পারেন গুল আগা আর ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন সদর ইবরাহিম। আর গোয়েন্দাপ্রধান হতে পারেন তালেবান নেতা নাজিবুল্লাহ।
এ ছাড়া কাবুলের প্রাদেশিক গভর্নর হিসেবে দায়িত্ব পেতে পারেন মোল্লাহ শিরিন এবং রাজধানী শহর কাবুলের মেয়র হতে পারেন হামদুল্লাহ নোমানি।
গত ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের দখল নেয় সশস্ত্র গোষ্ঠী তালেবান। এর কয়েকদিন পরই কাতার থেকে আফগানিস্তানে আসেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা ও রাজনৈতিক শাখার প্রধান মোল্লা বারাদার আখুন্দ। নতুন সরকার গঠনের লক্ষ্যেই তিনি কাতারের দোহা থেকে আফগানিস্তানে এসেছেন বলে জানা যায়।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান ছাড়ছেন যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এর মধ্যে দেশটির অধিকাংশ এলাকার দখল নিয়েছে তালেবান। ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ক্ষমতা বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে গোষ্ঠীটি।