শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

তালেবানের ডেডলাইনের মধ্যেই সেনা প্রত্যাহারে সায় বাইডেনের



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ আগস্ট, ২০২১ ১১:১৫ : অপরাহ্ণ

আফগানিস্তান থেকে ৩১ অগস্টের মধ্যেই সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, পেন্টাগনের সুপারিশ মেনেই এ বিষয়ে সম্মতি দিয়েছেন তিনি।

এই সময়সীমা আরো বাড়ানোর জন্য বিভিন্ন দেশ যে আহ্বান জানাচ্ছে, তাতে কোনো সাড়া দেয়নি যুক্তরাষ্ট্র।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, তাদের পরিকল্পনা রয়েছে গত এপ্রিলে প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশ অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করা।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, ‘আমেরিকার এক জন নাগরিকও যদি আফগানিস্তানে আটকে থাকেন, তাকে উদ্ধার না করা পর্যন্ত সরব না আমরা।’ এর পরেই তালেবানের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের ‘চরম সময়সীমা’ বেধে দেওয়া হয়েছিল।

গতকাল সোমবার এক বিবৃতিতে তালেবান জানায়, কোনোভাবেই বিদেশি সেনা ৩১ আগস্টের পর আফগানিস্তানে থাকতে পারবে না। ডেডলাইনের মধ্যেই আফগানিস্তান ত্যাগ করতে হবে। অন্যথায় পরিণতির জন্য আমেরিকাকে প্রস্তুত থাকবে হবে।

পেন্টাগন মুখপাত্র বলেন, এই সময়সীমার কোনো পরিবর্তন হয়নি। কয়েকদিনের মধ্যে তাদের (সেনা সদস্যদের) সরিয়ে নেওয়া হবে।

বিবিসি জানিয়েছে, কাবুল বিমানবন্দরে এখন পর্যন্ত সাত হাজার মার্কিন সেনা রয়েছে।

আফগানিস্তানের সেনা রাখার সময়সীমা বৃদ্ধির আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে কিবরি বলেন, বিমান বন্দরের আশপাশের পরিবেশ সত্যিকার অর্থে হুমকিস্বরূপ।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর