শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা বিএনপি

এদের লজ্জা-শরমও নেই: ফখরুল



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০২১ ৬:৫০ : অপরাহ্ণ

সরকার ভুল তথ্য দিয়ে মিথ্য কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এদের লজ্জা-শরমও নেই। আমি একদিন বলেছি যে, এটা একটা ফ্রড গভর্মেন্ট।’

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি পরিচালিত কোভিড-১৯ হেল্প সেন্টারের জন্য ওষুধ সামগ্রী হস্তান্তর উপলক্ষে জিয়া পরিষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘হঠাৎ করেই কঠোর লকডাউন-টকডাউন সমস্ত উধাও হয়ে গেলো। হাজার হাজার মানুষ একসঙ্গে চলছে, ফিরছে, সব কিছুই চলছে। একটা জিনিসই চলছে না। এটা হচ্ছে-শিক্ষাপ্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষা না পায় সেই ব্যবস্থা তারা (সরকার) করছে।’

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার ভবিষ্যৎ প্রজন্মের ‘ভয়ংকর ক্ষতি’ করছে বিএনপি মহাসচিব বলেন, ‘স্কুল বন্ধ এখন। পত্রিকায় দেখেছেন যে, ছেলেরা এখন বেলুন বিক্রি করছে, বাদাম বিক্রি করছে। তারা বাবা-মাকে সাহায্য করার জন্য এগুলো করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘অনলাইনে কারা পড়ে? একমাত্র যারা বিত্তশালী মানুষ, তারাই অনলাইনে পড়াশুনা করতে পারে, আর তো কারো পক্ষে সম্ভব নয়। একটা কম্পিউটার যোগাড় করা, একটা মোবাইল সেট জোগাড় করা-সারা দেশে সেটা নাইও। গ্রামে স্কুল যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ বন্ধ।’

করোনার টিকা কার্যক্রম নিয়ে সরকারের কড়া সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘টিকা নিয়ে তেলেসমাতি কাণ্ড। মিথ্যা অপপ্রচার ও ভুল তথ্য দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। যারা বিশেষজ্ঞ আছে তারা বলছেন, যে বয়সে মানুষের টিকা দেওয়া দরকার, আমি ধরে নেই সেটা ১৮ বছর বয়স পর্যন্ত টিকা দেওয়া দরকার। তাহলে আপনার টিকার প্রয়োজনীয়তাটা হয় মোটামুটিভাবে ১৩ কোটি। ১৮ কোটির দেশে ১৩ কোটি টিকা দরকার হয়। তাহলে ২৬ কোটি ডোজ টিকা লাগবে। আনে দুই লাখ, তিন লাখ, এক লাখ। তাও আবার দান, অনুদান আসে।’

করোনার শুরুর পর প্রথম দিকে চীন ও রাশিয়ার টিকা প্রদানের প্রস্তাবের বিষয়টি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘চীন ও রাশিয়া প্রথম দিকে এখানে টিকা উৎপাদনের প্রস্তাব নিয়ে এসেছিল। তখন তারা (সরকার) নেয়নি। কেন নেয়নি? তাদের অত্যন্ত ঘনিষ্ঠতম ইতিহাসের সর্বোচ্চ সম্পর্ক যাদের সঙ্গে আরকি। ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল, যে চুক্তিটাও সম্পূর্ণ জনবিরোধী চুক্তি। সেই টিকার দাম বেশি, আবার টিকার অর্থ অগ্রিম পরিশোধ করে দেওয়া হয়েছিল। পরে সিরাম ইনস্টিটিউট থেকে সম্ভবত এক কোটি ২০ লাখ টিকা এসেছিল, আর কোনো টিকা আসেনি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এখন চীনের সঙ্গে একটা চুক্তি করেছে। আমার কথা হলো, চীনের টিকাই যদি দেশে উৎপাদন করতে হয় তাহলে প্রথমে না করলেন কেনো? একটা বিশেষ প্রাণী যখন পানি খায় ঘোলা করে। এরা হচ্ছে সেই প্রাণী যারা ঘোলা করে খায়।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবর্হিভূত’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গোটা দেশের মানুষ যখন করোনার টিকা ও জীবন-মৃত্যু নিয়ে লড়ছে, সেই সময়ে তারা এটাকে ডাইভার্ট করে দিতে চায় বিভিন্ন ইস্যু তৈরি করে, জনগণকে বিভ্রান্ত করতে চায়। আমি মনে করি উনার (ওবায়দুল কাদের) বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত। একইভাবে জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করেই চলেছে। বন্ধ হচ্ছে না, চলছেই।’

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/23/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a5%e0%a6%be%e0%a6%93-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%81%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%87-%e0%a6%aa%e0%a6%be/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর