নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২১ ১২:৪৫ : অপরাহ্ণ
ভারত-বাংলাদেশের মধ্যে আজ রোববার থেকে যাত্রীবাহী বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না ৷ কবে হবে, তাও স্পষ্ট জানা যাচ্ছে না ৷
ভারতের টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই রুটে বিমান চলাচল পুনরায় চালু করার কথা থাকলেও তা আপাতত আরও কিছুদিনের জন্য স্থগিত থাকছে ৷ এ ব্যাপারে এখনও ভারত সরকারের অনুমোদন পাওয়া যায়নি।
বাংলাদেশ থেকে অনেকেই চিকিৎসার জন্য ভারতে যান। তাদের জন্য এটি মোটেই ভালো খবর নয় ৷
রোববারের পাশাপাশি মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে ভারত-বাংলাদেশের মধ্যে সাপ্তাহিক বিমান চলাচলের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না ৷ বিমান বাংলাদেশের পাশাপাশি ভারতের বেশ কয়েকটি বিমানসংস্থাও দু’দেশের মধ্যে বিমান চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল ৷ তা আপাতত হচ্ছে না ৷
এর ফলে দু’দেশের মধ্যে বিমান চলাচলে আরও বেশ কয়েকদিন এখন অপেক্ষা করতে হবে ৷
করোনার প্রথম ধাক্কায় ভারত-বাংলাদেশ বিমান চলাচল বন্ধ হয় গত বছর। তারপর করোনার প্রকোপ কমার পর দু’দেশের মধ্যে বিমান চালু হয়েছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা শুরু হওয়ায় গত এপ্রিল মাস থেকে দুই দেশের মধ্যে বিমান চলাচল বন্ধ রয়েছে।