বুধবার, ২৬ জুন, ২০২৪ | ১২ আষাঢ়, ১৪৩১ | ১৯ জিলহজ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে ৭ জন নিহত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ আগস্ট, ২০২১ ১:৩৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ে আরও সাত জন আফগান নিহত হয়েছেন। ভিড়ের মধ্যে হুড়োহুড়ি ও পদদলিত হয়েই তাদের মৃত্যু হয়েছে।

আজ রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘কাবুল বিমানবন্দর এলাকার পরিস্থিতি ভয়াবহ। আমরা যথাসাধ্য নিরাপদ ও সুরক্ষিত রাখার চেষ্টা করছি।’

আফগানিস্তান তালেবানের দখল যাওয়ার পর থেকেই হাজার হাজার আফগান দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠেন। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর একাধিক মর্মান্তিক দৃশ্যের সাক্ষী থেকেছে। এর আগে প্লেনের চাকা থেকে পড়ে, পদপিষ্ট হয়ে এবং গুলিবিদ্ধ হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আফগান মায়েরা নিজের সন্তানদের কাঁটাতারের উপর ছুঁড়ে দিচ্ছিলেন বিমানবন্দরে। সেই শিশুদের ধরে বিমাবন্দরের ভিতরে ঢোকাচ্ছেন জওয়ানরা।

এদিকে কাবুল বিমানবন্দরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা হামলা চালাতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

সেই হামলার আশঙ্কার বার্তার মধ্যেই হুড়োহুড়িতে এমন প্রাণহানির ঘটনা ঘটলো।

সাড়ে চার হাজারের মতো মার্কিন সেনা কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। এদের সঙ্গে যুক্তরাজ্যের ৯০০ সেনাও রয়েছেন।

গত রোববার কাবুলের দখল নেওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই বহু আফগান নাগরিক দেশ ছেড়ে যেতে চাইছেন। এজন্য যতই দিন যাচ্ছে কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আফগানদের ভিড় বাড়ছে। এদের বেশিরভাগই টানা দুই দশকের যুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক বাহিনীর সহযোগী হিসেবে কাজ করা আফগান এবং তাদের পরিবারের সদস্য।

এদিকে, কাবুল বিমানবন্দরের আশপাশে শহড়জুড়ে অনেকগুলো জায়গায় তল্লাশিচৌকি বসিয়েছে তালেবান। ভ্রমণের কাগজপত্র ছাড়া কাউকে বিমানবন্দরে যেতে দিচ্ছেন না তারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর