সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা চট্ট-মেট্টো

হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী আর নেই



নিজস্ব প্রতিবেদন প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২১ ১২:৫৫ : অপরাহ্ণ

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

এর আগে হাটহাজারী দারুল উলূম মাদ্রাসা থেকে বেলা সাড়ে ১১টার দিকে জুনায়েদ বাবুনগরীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীস রাজনীতি সংবাদকে বলেন, আজ সকাল ১০টার দিকে হুজুর হাটহাজারী দারুল উলূম মাদ্রাসায় নিজ কক্ষে অজ্ঞান হয়ে পড়েন। এর পর তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জাান গেছে, হাটহাজারী দারুল উলূম মাদ্রাসার শিক্ষা পরিচালক জুনায়েদ বাবুনগরী দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

জুনায়েদ বাবুনগরী স্ত্রী, পাঁচ মেয়ে, এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

২০২০ সালের ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের সম্মেলনে আমির নির্বাচিত হন জুনায়েদ বাবুনগরী। এর আগে তিনি এ সংগঠনের মহাসচিব পদে ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর