শুক্রবার, ১০ মে, ২০২৪ | ২৭ বৈশাখ, ১৪৩১ | ১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

পাকিস্তানে আশুরার মিছিলে বোমা বিস্ফোরণ, নিহত ৩, আহত অর্ধশতাধিক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৯ আগস্ট, ২০২১ ৯:০১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

পবিত্র আশুরা উপলক্ষে পাকিস্তানে শিয়া মুসলিমদের একটি মিছিলে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ৩ জন নিহত হয়েছেন ।এছাড়া আহত হয়েছেন আরও ৫৯ জন।

বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বাহাওয়ালনগর শহরে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী রাজা বাশারাত জানিয়েছেন, আশুরার একটি মিছিলে গ্রেনেড ছুঁড়ে মারে এক ব্যক্তি।ওই হামলাকারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। হামলায় আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বাহাওয়ালপুরের ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোমা হামলায় আহত অন্যান্যরাও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

বোমা হামলার ঘটনার বেশ কিছু ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে পুলিশ সদস্য এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে ছোটাছুটি করছে। রাস্তার পাশে আহত লোকজনকেও পড়ে থাকতে দেখা গেছে।

ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানান রাজা বাশারাত।

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিনেটর সেহার কামরান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর ইতোমধ্যে দেশটির বড় শহরগুলোতে মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। ফলে বৃহস্পতিবার পাকিস্তানের অনেক শহরের বাসিন্দারা মোবাইল ফোনের নেটওয়ার্ক পাচ্ছেন না। যেসব সড়কে আশুরার মিছিল অনুষ্ঠিত হয় সেগুলোও আপাতত বন্ধ রাখা হয়েছে।

সূত্র: ডন ও ডেইলি পাকিস্তান

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর