শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আইন-আদালত

আফগানিস্তানে কি কেউ হেঁটে হেঁটে গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৭ আগস্ট, ২০২১ ১০:৪০ : অপরাহ্ণ

বাংলাদেশ থেকে অনেকে আফগানিস্তানে যাওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি প্রশ্ন রাখেন, ‘আফগানিস্তান থেকে বাংলাদেশের দূরত্ব প্রায় এক হাজার মাইল। মাঝখানে আরও দুটা দেশ রয়েছে। কাজেই এখান থেকে লোকজন গেছে বলে যারা ধারণা করছেন, তাদের এ ধারণা অমূলক। আফগানিস্তানের সাথে এখন আমাদের সব যোগাযোগ বন্ধ। তাহলে কি সেখানে কেউ হেঁটে হেঁটে গিয়েছেন?’

মঙ্গলবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি প্রশ্ন রাখেন।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছিলেন, তালেবানের আহ্বানে যুদ্ধ করতে কিছু বাংলাদেশি বিভিন্ন পন্থায় আফগানিস্তান যাচ্ছে। গতকাল সোমবার তিনি এও বলেছেন, আফগানিস্তান ফেরত বাংলাদেশিরা দেশে ঢুকলেই গ্রেপ্তার করা হবে।

শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে কতজন আফগানিস্তানে গেছে কিংবা সেখানে কতজন অবস্থান করছে-এসব তথ্য আমাদের দেশের গোয়েন্দাদের কাছে রয়েছে।

অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশীদের আফগানিস্তানে যাওয়ার বিষয়টি অবাস্তব হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘যারা এসব কথা বলছেন তারা ভেবেচিন্তে বলছেন না। বিষয়টি নিয়ে যারা চিন্তা করছেন, তাদের চিন্তাও অমূলক।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আফগানিস্তানে তালেবান হামলা নিয়ে সরকার উদ্বিগ্ন নয়, সেটার জেরে বাংলাদেশে জঙ্গি উত্থানের কোনো আশঙ্কা নেই। এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী কঠোরভাবে নজরদারি করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের মানুষ যারা ইসলামিক মনোভাবের তারা কখনই জঙ্গিবাদ ও উগ্রবাদ আশ্রয়-প্রশ্রয় দেয়নি, পছন্দও করেনি। কাজেই সেখানে কী হচ্ছে সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশে কী হবে সেটি নিয়ে আমাদের একটি সরকার আছে, মাননীয় প্রধানমন্ত্রী আছেন তার নির্দেশনায় আমরা কাজ করছি।’

আরও পড়ুন:

https://rajnitisangbad.com/2021/08/14/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b9%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর