সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আন্তর্জাতিক

কাবুল বিমানবন্দরে জনসমুদ্র! বিমানে উঠতে হুড়োহুড়ি, নিহত ৫ (ভিডিও)



রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ আগস্ট, ২০২১ ১:৪০ : অপরাহ্ণ

তালেবানি রাজে কাঁপছে আফগানিস্তান। তৈরি হয়েছে চরম আতঙ্কের পরিবেশ। এই পরিস্থিতিতে লেগেছে দেশ ছাড়ার হিড়িক। কাবুল বিমানবন্দরে ভিড় জমিয়েছেন হাজার হাজার মানুষ। কার্যত জনসমুদ্রের চেহারা নিয়েছে কাবুল বিমানবন্দর চত্বর। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ সময় সেখানে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে কারণ জানা যায়নি।

এক খবরে বলা হয়, ওই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে আছে মার্কিন সেনারা। তারা এতো মানুষের স্রোত ও বিশৃঙ্খলা থামাতে ফাঁকা গুলি করেছে।

বার্তা সংস্থা এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, একটি গাড়িতে করে কমপক্ষে ৫ টি মৃতদেহ নিয়ে যেতে দেখেছেন।

আরেকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, এসব মানুষ বন্দুকের গুলিতে নাকি পদদলিত হয়ে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

রয়টার্সকে একজন কর্মকর্তা বলেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে।

বিবিসির এক রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

কাবুল তালিবানদের দখলে চলে আসার দ্বিতীয় দিনে পড়েছে। প্রথম দিন থেকে রাজধানী কাবুলের পরিস্থিতির টুইট করে জানাচ্ছেন জাওয়াদ সুখানওয়ার নামে সে দেশের এক সাংবাদিক। সোমবার (১৬ আগস্ট) তার টুইটে কাবুলের এই আতঙ্কের ছবি ধরা পড়েছে।

তিনি টুইটে লিখেছেন, ‘কাবুলের আরও একটি দিনের শুরু। কাবুল বিমানবন্দরের দিকে জনসমুদ্র!’

যে সমস্ত ভিডিও প্রকাশিত হয়েছে তা দেখে আঁতকে উঠতেই হয়। তাতে দেখা গিয়েছে, রানওয়েতে দাঁড়িয়ে থাকা বিমান ঘিরে রয়েছেন হাজার হাজার মানুষ। তাদের একাংশ নিজেদের মধ্যে মারপিঠ করে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। কোনও ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানে জায়গা পেতে প্রাণপন ছুটছেন একাংশ। জনসমুদ্র সরিয়ে বিমান কীভাবে উড়বে, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

আফগানিস্তানের বাণিজ্যিক বিমান পরিষেবা আগেই বন্ধ হয়েছিল। এবার পুরোপুরি বন্ধ হয়েছে আফগান আকাশসীমা। জানা যায় কাবুলগামী সব বিমান ইউ-টার্ন নিয়েছে।

https://twitter.com/i/status/1427087901511278592

https://twitter.com/i/status/1427126374280568839

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর